প্রচ্ছদ ›› জাতীয়

বাঘাইছড়িতে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৮:২৭ | আপডেট: ১ year আগে
বাঘাইছড়িতে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

দীপংকর তালুকদার বলেন-পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার খুবই আন্তরিক বলে পার্বত্য চট্টগ্রাম প্রতিটি ক্ষেত্রেই অনেক এগিয়ে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে- ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা হতে উগলছড়ি ভায়া বটতলী বাজার রোড, ৫০ লাখ টাকা ব্যায়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাহিল্যা বাজার শেড নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ১১ কোটি টাকা ব্যয়ে মারিশ্যা বাজার জিসি-দুরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লাখ টাকা ব্যয়ে পতেঙ্গাছড়া ভুপেন্দ্রলাল কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ।