প্রচ্ছদ ›› জাতীয়

বাবার নিষেধে ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়ল ৮ম শ্রেণির ছেলে, চিঠি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৪:১৯ | আপডেট: ২ years আগে
বাবার নিষেধে ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়ল ৮ম শ্রেণির ছেলে, চিঠি ভাইরাল

ব্যবসায়ী নাজমুল হাসান রতন ও শিক্ষিকা শারমিন আক্তারের ৮ম শ্রেণি পড়ুয়া ছেলে সাদমান সাকিব রুপন (১৩)। সম্প্রতি ছেলেকে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে নিষেধ করেছিলেন বাবা রতন। চিঠি লিখে বাবার দেওয়া সেই আদেশ পালন করবে বলে জানিয়েছে রুপন।

ছেলের সেই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাবা। একইসঙ্গে লিখেছেন আবেগঘন কিছু কথা। যার ফলে পোস্টটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি। আর এ ঘটনা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের।

রুপন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। হাতে লেখা সেই চিঠিতে বাবাকে সে লিখেছে, ‘বাবা-মা সবসময় সন্তানের ভালোই চায়, তোমার কথামত আমি ইলেকট্রনিক্স ডিভাইসসমূহ বর্জন করেছি। তোমার দাবি, তোমার আদেশ-উপদেশ মানতে আমি বাধ্য। কারণ তুমি আমার বাবা। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি বিরত থাকব, সেইসব ইলেট্রনিক্স ডিভাইসসমূহ থেকে, যেগুলো তুমি নিষেধ করেছো। অতএব, অতি বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, তোমার দাবি আমি মানতে রাজি।’

এদিকে ছেলের কাছ থেকে এমন চিঠি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা রতন। তিনি লিখেছেন, ‘আমার অস্তিত্ব, আমার স্বপ্ন, আমার অহংকার, আমার ছোট্ট হৃদয়ের সবটুকু অংশ জুড়ে যার বিচরণ, সে আমার ছেলে, আমার রুপন। জীবনের সত্যিকারের পূর্ণতা তখনই হয় যখন কোনো ছেলে বাবার আদর্শে বড় হয়। পার্থিব জীবনে এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। এটা এমন একটা খেলা যা পরজীবনের পথ প্রশস্ত করে, যদি সে সঠিক থাকে। আর বাবা হিসেবে সন্তানের কাছে কি বা প্রাপ্তির থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপ যেন হয় শান্তির ও শৃঙ্খলার।’

এ বিষয়ে জানতে চাইলে রুপনের বাবা বলেন, ‘ইলেকট্রনিক্স ডিভাইসের যেমন সুফল রয়েছে, তেমনি এর কুফলও কম নয়। তাই ছেলেকে এসব ব্যবহার করতে নিষেধ করেছিলাম। কারণ এই ডিভাইসগুলো ব্যবহারে সে অন্যমনস্ক হয়ে পড়বে। এতে তার পড়াশোনার ক্ষতি হতে পারে।’

ছেলে রুপন বলে, ‘আমি বাবা-মাকে অত্যন্ত সম্মান করি। তাই বাবার উপদেশ মেনে চলতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। বাবা না বলা পর্যন্ত আর কখনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করবো না।’