প্রচ্ছদ ›› জাতীয়

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, আজও কাওলায় বিমানবন্দর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৩ ১৪:৩৬:৫১ | আপডেট: ২ years আগে
বাসচাপায় নাদিয়ার মৃত্যু, আজও কাওলায় বিমানবন্দর সড়ক অবরোধ

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়ার মৃত্যুর ঘটনায় রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা সেতুর নিচে অবরোধ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় আসে অবরোধ করে। বিষয়টি দ্য বিজনেস পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের এডিসি মোহাম্মদ কামরুজ্জামান।

তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রাস্তা খুলে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খিলক্ষেত থেকে বিমানবন্দর ও উত্তরা পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মহাখালী, বাড্ডা ও গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নাদিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে তারা সড়ক অবরোধ করছেন।

এর আগে রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে মোটরসাইকেল আরোহী নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাদিয়াকে (২৪) বাসটি ধাক্কা দিলে তিনি মারা যান।

এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।