গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংষর্ষে চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে পলাশবাড়ী পৌরশহরের জিরোপয়েন্ট চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন উপজেলার হোসেনপুর ইউপির মেরীরহাট লক্ষ্মীপুর গ্রামের আ. কাদরের ছেলে বিদ্যুৎ (৩২), একই উপজেলার বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্র সরকারের ছেলে সুবাস চন্দ্র সরকার (৪১) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৮)।
পলাশবাড়ী থানার পরিদর্শক তদন্ত দিবাকর অধিকারি জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটির সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি হেফাজতে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।