গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুটি গাড়িই প্রায় পুড়ে যায়। তবে বাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নিহত মোহাম্মদ উল্লাহ (৪২) ঢাকা মানিকগঞ্জ শানবান্দা গ্রামের লতিফ মিয়ার ছেলে এবং প্রাইভেটকারের চালক। আহত ইফাত (১৬), ফাহিম (২০) ও ফাহাদ (১৯) মানিকগঞ্জ শানবান্দা গ্রামের হযরত আলীর ছেলে। তারা সবাই মোহাম্মদ উল্লাহর ভাগ্নে।
কাশিয়ানী উপজেলা হাসপাতালের ডা. আমিনুল ইসলাম জানান, মোহাম্মদ উল্লাহ প্রাইভেটেকারে তার তিন ভাগ্নেকে নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরা বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে ইটভাটা নামক স্থানে পৌঁছলে বিপরীতগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। আহতের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এরপর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।