বাংলাদেশ থেকে আরও দক্ষ, অদক্ষ ও আইটি পেশাদার নিয়োগের জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার মানামায় অনুষ্ঠিত বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই অনুরোধ জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাহরাইনে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আতিথ্য দেয়ার জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান।
বাহরাইনকে আরও দক্ষ কর্মী, আইটি পেশাদার নিয়োগের অনুরোধ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ১৮ ও ১৯ নভেম্বর ২০২২ মানামা সংলাপেও যোগ দেবেন।
প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব(পূর্ব) মাশফি বিনতে শামস এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে মোমেন বাহরাইন সফর করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা দূতাবাসের চ্যান্সারি ভবন নির্মাণের জন্য জমি বিনিময়ের বিষয়ে আলোচনা করেন।
মানামায় বাংলাদেশ কমিউনিটি স্কুলের জন্য বাহরাইন সরকার সহযোগিতা করায় পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিপক্ষকে ধন্যবাদ জানান।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থীদের পারস্পরিক সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
তারা কোভিড মহামারির কারণে আটকে পড়া প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং দর্শনার্থীদের জন্য ভিসা সহজ করাসহ বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মন্ত্রী অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সানন্দে গ্রহন করেন।