প্রচ্ছদ ›› জাতীয়

বাড়তে পারে ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২২ ২০:১৮:১৪ | আপডেট: ৩ years আগে
বাড়তে পারে ট্রেনের ভাড়া

ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার রেল ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান উল্লেখ করে মন্ত্রী বলেন, এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি। তবে ভাড়ার ব্যবধান ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। তাই আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে।

ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বর্তমানে অনেকাংশে বেড়েছে। যার ফলে রেল পরিচালনায় ফুয়েলিংয়ে দাম বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়তে পারে।

এদিকে গত শনিবার থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বাসের ভাড়া। এছাড়াও সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুন করার প্রস্তাব দিয়েছে মালিকরা।