প্রচ্ছদ ›› জাতীয়

বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৩ ১৫:১২:৫৭ | আপডেট: ২ years আগে
বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সোমবার বেলা ২টা ৫৩ মিনিটে ভবনটির দ্বিতীয় তলার এই মাকের্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে বিদ্যুতের লাইনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। আগুনে চার হাজারের বেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। এরপর রাজধানীর নিউমার্কেটে আগুন লাগে।