প্রচ্ছদ ›› জাতীয়

বিএনপির গণসমাবেশ, রাজধানীর সর্বশেষ অবস্থা

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ১৪:০৫:১৮ | আপডেট: ২ years আগে
বিএনপির গণসমাবেশ, রাজধানীর সর্বশেষ অবস্থা
ছবি- মশিউর জারিফ

হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শনিবার সকাল ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বহুল আলোচিত সর্বশেষ বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন রাজপথ এবং অলিগলি নিজেদের দখলে রেখেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। সড়কের প্রধান মোড়গুলোতে দলে দলে মিছিল নিয়ে একত্রিত হতে দেখা যায় তাদের।

শনিবার ভোর থেকেই অবস্থান নেয়া শুরু করেন ক্ষমতাসীনরা। একইসঙ্গে বড় ধরনের শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত কয়েকদিনের মতো আজও প্রায় প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল করেছেন নেতাকর্মীরা। সর্বশেষ দুপুর ১ টা ৩০ মিনিটেও একই পরিস্থিতি দেখা যায় রাজধানীর সড়কগুলোতে।

জানা যায়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ১২৯টি ওয়ার্ড এবং ৫০টি থানা এলাকায় অবস্থান নিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। আর মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক ৭৫টি ওয়ার্ড ও ২৪টি থানা আর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক ৫৪টি ওয়ার্ড ও ২৬টি থানায় দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ প্রবেশপথে সর্তক অবস্থায় রয়েছে।

এদিকে রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। অলস সময় পার করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সার্জেন্টদের।

সকালের দিকে দুই-একটি বাস, ব্যক্তি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরী ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঢাকার প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।

এখন পর্যন্ত রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বর্তমানে ঢাকা শহরে পুলিশের ৩২ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিয়োজিত রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পুলিশের সঙ্গে আনসার বাহিনীকেও দেখা গেছে।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শনিবার ভোর থেকেই রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী, শ্যামপুর, উত্তরা-আজমপুর-বিমানবন্দর, সদরঘাট-সোয়ারীঘাট-বাবুপুরা ব্রিজ, গাবতলী-আমিনবাজার, কমলাপুর রেলস্টেশন, রাজধানীর বিভিন্ন এলাকার প্রবেশমুখ, ফার্মগেট, মহাখালী, আশুলিয়া, আবদুল্লাপুর এলাকা ও তুরাগ থানা পয়েন্টে পাহারা বসানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, রাজধানীজুড়ে পুলিশের ৩২ হাজার সদস্যের ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।