জাতীয় সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগ করা পাঁচ আসনে উপনির্বাচনের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোট অনুষ্ঠিত হবে।
রোববার কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিস্তারিত জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি ওই পাঁচ আসনে ভোটগ্রহণ করা হবে। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাছাই ৮ জানুয়ারি।
পাঁচ আসনের সব কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সিসিটিভি থাকবে কি-না, পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম।
যে পাঁচ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।
এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।