প্রচ্ছদ ›› জাতীয়

বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার আনিসের বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৩ ১৮:১৭:৩৮ | আপডেট: ২ years আগে
বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার আনিসের বাবা মারা গেছেন
মো. মতিউর রহমান

ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার আনিসুর রহমানের বাবা মো. মতিউর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মৃত্যু হয় তার। নরসিংদী সদরের পশ্চিম ব্রাক্ষন্দী গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মতিউর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার বাদ যোহর নামাযে জানাজা শেষে শিবপুরের চান্দারটেকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিজনেস পোস্ট পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।