প্রচ্ছদ ›› জাতীয়

বিদ্যুৎসহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২ ১৫:২৪:৩৭ | আপডেট: ৩ years আগে
বিদ্যুৎসহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী
পুরনো ছবি

বিদ্যুৎসহ সব ক্ষেত্রে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান তিনি।

এ দিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়েছেন বিদ্যুৎসহ সব ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী এসব বিষয়ে অনেক আগে থেকেই বলে আসছেন। মিটিং ছাড়া সামারে আপনারা স্যুট-কোট পরবেন না।’