জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২২) নামে এক কলেজছাত্র মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোহেল মিয়া কুলকান্দি ইউনিয়নের আঠিঁয়াবাড়ি গ্রামের শাহ জালালের ছেলে এবং দেওয়ানগঞ্জ পলি টেকনিক্যাল কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া পার্থশী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের ছোট মামা সেলিম মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। সোমবার বিকেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ইন্টারনেট সংযোগে সমস্যা হলে মামা বাড়ির ছাদে গিয়ে ইন্টারনেটের তার মেরামত করতে যান সোহেল। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহতের ছোট মামা সেলিম মিয়া বলেন, ‘ছোটকাল থেকে আমার বাড়িতে থেকে লেখাপড়া করতো ভাগিনা। গতকাল বিকেল থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ সকালে আমার বাড়ির ছাদে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানান তিনি।