তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিপুল কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে বগুড়াসহ দেশজুড়ে স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হচ্ছে।
শনিবার প্রতিমন্ত্রী বগুড়া জেলার টিটু মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের উদ্যোগ বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ ও জেলার স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বগুড়া বাসিদেরকে আশ্বাস দিয়ে বলেন শিগগিরই জেলায় ১০০ একর জায়গাজুড়ে বগুড়া শিল্পনগরী-২ হিসেবে হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে সেখান থেকেই মোবাইল,ল্যাপটপ ও কম্পিউটারের মতো হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করা হবে।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন,বক্তব্য রাখেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু,বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান মিলন,শেখ রাসেল ডিজিটাল প্রকল্প পরিচালক, এস এ এম রফিকুন নবী লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।
প্রতিমন্ত্রী পলক বলেছেন আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি,সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
এ সময় অনুষ্ঠানে এলইডিপি প্রকল্প থেকে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সার সুরাইয়া তাবাসসুম ও আশিকুর রহমান উদ্যোক্তা হিসেবে তাদের সফলতার গল্প শুনান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বগুড়া জেলার ৪৮ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
মেলায় সরকারি ও বেসরকারি মোট ৩৩ প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। চাকরিপ্রার্থী ৬ হাজার ৭১৫ জন তরুণ -তরুণী অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন করেন। স্পটে সাক্ষাৎকার নিয়ে যোগ্যতা অনুযায়ী ৩০ জনকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য নির্বাচন করা হয়। বাকিদের যোগ্যতানুযায়ী চাকরি দেওয়া হবে।