প্রচ্ছদ ›› জাতীয়

বিমানের ফ্লাইটে ত্রুটি: দুবাই বিমানবন্দরে ১০ ঘণ্টার বেশি আটকা ২৬৮ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৩ ১৪:৪৪:১৮ | আপডেট: ১ year আগে
বিমানের ফ্লাইটে ত্রুটি: দুবাই বিমানবন্দরে ১০ ঘণ্টার বেশি আটকা ২৬৮ যাত্রী

কারিগরি ত্রুটির কারণে দুবাই থেকে ছেড়ে আসবে এমন একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১০ ঘণ্টা বিলম্বিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ দুবাই বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রীরা ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, ‘দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।’

তাহেরা খন্দকার বলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ এ করে ঢাকায় ফেরার কথা থাকা ২৬৮ জন যাত্রী বর্তমানে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন।

বিমানের এই কর্মকর্তা বলেন, ‘তাদের সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করতে পারিনি। মেরামতের পর হালনাগাদ সময়সূচী অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।’