প্রচ্ছদ ›› জাতীয়

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

বৈশ্বিক সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৭:৫৫ | আপডেট: ২ years আগে
বৈশ্বিক সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-আর্জেন্টিনা
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বলেন, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে।’

সোমবার বিকেল রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও জোরদার করতে আবারও দূতাবাস চালু করা হলো। এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে উভয় দেশ উপকৃত হবে।’

এর আগে তিন দিনের সফরে আজ সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।