প্রচ্ছদ ›› জাতীয়

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২২ ১৫:৫১:০৯ | আপডেট: ৩ years আগে
বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে মিলন মিয়ার (৪২) ঘুষির আঘাতে তার ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই কান্দাপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে। তারা দুজনই কাঠের ব্যবসায়ী।

স্থানীয়দের বরাত দিয়ে লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান বলেন, পারিবারিক ঋণ পরিশোধের বিষয়ে শনিবার রাত ১০টার দিকে মা ও বোনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মুক্তারের। এতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন।

একপর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে ঘুষি দেন মিলন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে হত্যা মামলা নেয়া হবে। অন্যথায় ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।