ভোলার চরফ্যাশন সড়কে বোরহানউদ্দিন উপজেলায় বৈদ্দ্যের পোল নামক স্থানে বাস চাপায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। যারা সম্পর্কে শ্বশুর এবং জামাই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, মো. মনির হোসেন শরীফ (৫০) ও আজগর আলী (৩০)। তারা দুইজন নিকটত্মীয়র জানাযায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি জামাই আজগর আলী চালিয়েছেন আর শ্বশুর মোটরসাইলের পিছনে বসা ছিলেন। তারা দুইজন নিকটত্মীয়র জানাযায় যাওয়ার পথে ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বুশরা বাসের সঙ্গে এ দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়। এ দুর্ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।