প্রচ্ছদ ›› জাতীয়

মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৩ ১৩:২৮:১৩ | আপডেট: ২ years আগে
মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারে একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব।

তিনি বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মগবাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেটি জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।