প্রচ্ছদ ›› জাতীয়

মধ্যরাত থেকে সাময়িক বন্ধ সায়দাবাদ রেল‌ক্রসিং

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৩ ১৬:১২:৫৭ | আপডেট: ২ years আগে
মধ্যরাত থেকে সাময়িক বন্ধ সায়দাবাদ রেল‌ক্রসিং

পদ্মা সেতু রেল সংযোগ কাজের সুবিধার জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত সায়দাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। 

উপপ্রধান তথ্য অফিসার মো: শরিফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়;‘পদ্মা সেতু রেল সংযোগ কাজের সুবিধার জন্য আজ ২ মার্চ মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর ৬টা পর্যন্ত সায়দাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।’

এ সময় জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।