প্রচ্ছদ ›› জাতীয়

মহাখালীতে গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৩ ১৭:২৬:৪৫ | আপডেট: ২ years আগে
মহাখালীতে গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

রাজধানীর মহাখালীর গুলশান-মহাখালী রোডের ওয়্যারলেস গেট এলাকায় ব্যক্তিগত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে মহাখালী ওয়ারলেস গেটে একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পওয়া যায়নি।

তিনি আরও জানান, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হয়। এতে কেউ হতাহত হননি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।