প্রচ্ছদ ›› জাতীয়

মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৫:৩০ | আপডেট: ২ years আগে
মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সংগৃহীত ছবি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- হাবিবুর রহমান (২৫), মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও মাহাবুব প্রধানীয়া (৫০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ।

ওসি আব্দুল রশিদ জানান, আজ সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।