প্রচ্ছদ ›› জাতীয়

মাদ্রাসা ছাত্র জাবেরের খোঁজ চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৩:৩২ | আপডেট: ২ years আগে
মাদ্রাসা ছাত্র জাবেরের খোঁজ চায় পরিবার
মাহের আল জাবের

জামেয়া রশীদিয়া ফেনী, মাদ্রাসার ছাত্র মাহের আল জাবের (১৫)। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে হারিয়ে যায়।

সোমবার (১৬-০১-২০২৩) সকাল ৮ টায় জামেয়া রশীদিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে তার বাড়ি থেকে রওনা হয়। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

বাড়ি থেকে বের হবার সময় তার পরনে পাঞ্জাবি, পায়জামা ও টুপি ছিলো। গায়ের রং শ্যামলা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ঠিকানা:
বাড়ী- সাহেব বাড়ী, গ্ৰাম- উত্তর পানুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।

যোগাযোগ:
পিতা- 01857427833 আলতাফ হোসেন (মামুন)
মামা -01865172889 (কাওছার)
মামা- 01777164343 (সেলিম)
ভাই- 01856307785 (ফরহাদ)