প্রচ্ছদ ›› জাতীয়

মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জাতীয় সংলাপে

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৩ ১৭:৫৪:০৩ | আপডেট: ১ year আগে
মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জাতীয় সংলাপে

মানব পাচার একটি সংগঠিত অপরাধ হিসেবে চলমান রয়েছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে স্বীকৃত, যার মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে।

আজ বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত জাতীয় এক সংলাপে এমন কথা বলেন আলোচকরা। বাংলাদেশ ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশন-এর কাউন্টার ট্রাফিকিং ইন পারসনস টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ-এর সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সংলাপের আয়োজন করে।

“পাচারের শিকার সকলের পাশে থাকব, বাদ যাবেনা কেউ’ থিমে আয়োজিত সংলাপে মানব পাচার মোকাবেলায় একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়। পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ এবং অধিকার লঙ্ঘন প্রতিরোধে প্রতিশ্রুতির কথাও আসে সংলাপে।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনেরই যত্ন নেওয়ার পাশাপাশি ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি করতে হবে, যাতে কেউ পাচারের শিকার না হয়।

সংলাপের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, “মানব পাচার প্রতিরোধের জন্য জাতীয় কর্তৃপক্ষকে আরও কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে মানব পাচার প্রতিরোধে সকলের সাথে হাত মিলিয়ে কাজ করছি।”

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিশেষ অতিথির বক্তব্যে ব্যক্তি পাচারসহ সংগঠিত অপরাধ দমনে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি এবং সমন্বিত পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব পাচারের ক্ষেত্রে দুর্বলতা এবং মূল কারণগুলি মোকাবেলার জন্য ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। ক্ষতিগ্রস্থদের সুরক্ষা এবং তাদের কল্যাণের জন্য সবার সহযোগিতা দরকার।”

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউএনওডিসি ও আইওএম-এর মাধ্যমে বাস্তবায়িত ’গ্লো-এ্যাক্ট’ প্রকল্প; কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-কোয়িকার অর্থায়নে পরিচালিত ও আইওএম দ্বারা বাস্তবায়িত “বাংলাদেশে মানব পাচার প্রতিরোধের জন্য বিস্তৃত কাউন্টার ট্রাফিকিং প্রোগ্রাম” প্রকল্প; ইউএসএআইডি দ্বারা অর্থায়ন করা এবং উইনরক ইন্টারন্যাশনাল দ্বারা বাস্তবায়িত “ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং ইন পার্সন (এফএসটিআইপি) অ্যাক্টিভিটি” প্রকল্প; ইউএনএইচসিআর, ব্র্যাক এবং জাস্টিস অ্যান্ড কেয়ার সংলাপটি আয়োজনে জন্য আর্থিক সহায়তা করেছে।