প্রচ্ছদ ›› জাতীয়

মানিকগঞ্জে বজ্রপাতে আহত ১৯

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২২ ২১:৪৮:১৩ | আপডেট: ৩ years আগে
মানিকগঞ্জে বজ্রপাতে আহত ১৯

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-আব্দুল লতিফ (৬০)ইসমাইল (১৫)আলমগীর (৫৫)আরিফ (২৯),  ওয়াসিম (২০)আজিজুল হাকিম (৩৫)মোকলেস (৬২)রাজ্জাক (৫০)শামীম (৩৫) ফাহিম (১৭)জাহিদুল (৪০)সজিব (২০)রাজিব (২০)ফারুক (৩০),  শিবু মিয়া (২০)বিপ্লব হোসেন (২০)রইজ উদ্দিন (১৮)লুৎফর রহমান (৩৫)বাদশা মিয়া (৫০)। তাদের বাড়ি জেলার সদরসাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে।

বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসাপাতালে ভর্তি আছেন ১৮ জন।

আহত ব্যক্তি ও প্রত্যক্ষদশীদের সূত্রে জানা গেছেবি‌কা‌লে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলা হ‌চ্ছিল। খেলা দেখতে স্থানীয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মাঠে জড়ো হয় বহু লোক। সাড়ে ৪ টার দিকে হঠাৎ বিকট বজ্রপাতের শব্দ হয়। এসময় জাগীর ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি কড়ই গাছের ওপর বাজ প‌ড়ে। এতে গাছটি ক্ষ‌তিগ্রস্ত হয়। এসময় বজ্রপাতে অনেকই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীমা আক্তার বলেনবজ্রপাতের ঘটনায় ১৮ জন ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে তিনজনের শরীরে বিভিন্নস্থানে ঝল‌সে গেছে। ভর্তি রোগীদেরকে হাটা চলা করার পরামর্শ দেন তিনি।