প্রচ্ছদ ›› জাতীয়

মানিকগঞ্জে বাসের ধাক্কায় কলেজছাত্রসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২২ ১৫:৩৯:৩২ | আপডেট: ৩ years আগে
মানিকগঞ্জে বাসের ধাক্কায় কলেজছাত্রসহ নিহত ২

মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহনের এক‌টি বা‌সের ধাক্কায় মোটরসাই‌কে‌লে থাকা এক কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

নিহতরা হলেন-মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো. আশিকুর রহমান। তাদের দুজনের বাড়ি মা‌নিকগঞ্জ জেলার ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

আহত হাসিবুর রহমান অটুট (২৪) জুয়েল ও আশিকুরের বন্ধু।

দুর্ঘটনা এবং নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল মিয়া ও আশিকুর রহমান।

আহত মুন্নুকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এসময় পুলিশ লাঠি চার্জ করে।

রাত সা‌ড়ে ১১টার দি‌কে উ‌ত্তে‌জিত এলাকাবাসী ‌নিয়াজু‌রি এলাকায় এক‌টি বা‌সে আগুন ধরি‌য়ে দেয়। পড়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা আগুন নেভায়।