প্রচ্ছদ ›› জাতীয়

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২ ১৭:৫১:৫৬ | আপডেট: ৩ years আগে
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে আজগর মির্জা (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ভোরে ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজগর মির্জা একই গ্রামের মৃত মো. তাজুল ইসলাম মির্জার ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন জানান, সোমবার রাতে পরিবারের অভাব-অনটন নিয়ে কিশোর আজগরের মায়ের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার ভোরে মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে বিষ পান করে আজগর। পরে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।