প্রচ্ছদ ›› জাতীয়

মিডফোর্ড হাসপাতালের ক্যাশিয়ারকে গ্রেপ্তার করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২২ ১৮:৩৪:০৬ | আপডেট: ২ years আগে
মিডফোর্ড হাসপাতালের ক্যাশিয়ারকে গ্রেপ্তার করেছে দুদক

রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা না দিয়ে ২ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার মোঃ আব্দুস সাত্তার মিয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর মিডফোর্ড হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সংস্থাটির  সহকারী পরিচালক মাহাবুবুল আলমের নেতৃত্বাধীন একটি দল।

এ বিষয়ে দুদক সচিব মাহবুব হোসেন জানান, আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে দুদকের সহকারী পরিচালক মাহাবুবুল আলমের নেতৃত্বাধীন একটি দল।

দুদক সূত্রে জানা গেছে, ক্যাশিয়ার আবদুস সাত্তারের বিরুদ্ধে চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে আদায় করা সরকারি রাজস্ব থেকে ২ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে।

এর আগে ক্যাশিয়ার আব্দুস সাত্তারকে আসামি করে ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মাহাবুবুল আলম।