চট্টগ্রামের মীরসরাইয়ে যুবলীগ কর্মী শহীদুল ইসলাম আকাশকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জোরারগঞ্জ থানায় এ মামলা করেছেন নিহতের বড় বোন নাজমা আক্তার। ওই দিন রাতেই চিনকিরহাট এলাকা থেকে মামলার ৫ নম্বর আসামি ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ‘মঙ্গলবার রাতে নিহত আকাশের বড় বোন বাদী হয়ে স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির ওরফে মামুনকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা করেছেন। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ৫ নম্বর আসামি ইউপি সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
এর আগে, সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজারে আসার সময় চিনকিরহাট এলাকায় শহীদুল ইসলাম আকাশকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।