ঘন কুয়াশার কারণে ভোলা জেলার সদর উপজেলায় মেঘনা নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় ১১ লাখ লিটার জ্বালানিবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রোববার ভোরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটার জ্বালানি নিয়ে ‘সাগর নন্দিনী-২’ নামের জাহাজটি চাঁদপুর পদ্মা ডিপোর দিকে যাওয়ার সময় তুলতুলির মাঝের চরে প্রায় বিকাল ৪টার দিকে অপর একটি জাহাজকে ধাক্কা দিলে মেঘনায় ডুবে যায়।
সমস্ত জ্বালানি নদীতে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন পাত্রে জ্বালানি সংগ্রহ করেন।
সৌভাগ্যবশত, ওই এলাকা দিয়ে অন্য একটি জাহাজ যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত জাহাজের ১৩ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।
খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে দূষণের হাত থেকে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।