প্রচ্ছদ ›› জাতীয়

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে পুলিশের ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫:৩৮ | আপডেট: ২ years আগে
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে পুলিশের ৭ নির্দেশনা
টিবিপি ছবি

দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করবেন এবং প্রথম যাত্রী হিসেবে তিনি ভ্রমণ করবেন মেট্রোরেলে।

এ উপলক্ষে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত রেল সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে এ সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করেছেন তারা।

নির্দেশনাগুলো-

  • কোনো ভবনে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবে না।
  • কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না।
  • ২৮ ডিসেম্বর মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের ব্যালকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।
  • ঐ এলাকার কেনো ভবনে, ঐদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
  • মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না।
  • ওই এলাকার কোনো ভবনে যদি কারো কোনো বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।
  • মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন পর্যন্ত বন্ধ রাখতে হবে।