প্রচ্ছদ ›› জাতীয়

যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২২ ১৩:১৪:৪৭ | আপডেট: ২ years আগে
যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জে যমুনা নদীর একটি ক্যানেলে নৌকাডুবির ঘটনায় মা ও শিশু ছেলের মৃত্যু হয়েছে। এ সময় ওই পরিবারের আরও তিন সদস্যকে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতের এ দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের ছেলে আরাফাত রহমান (৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, রাতে নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখ তার স্ত্রী ও ৩ সন্তানকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। রাত ৮টার দিকে নৌকাযোগে যমুনা নদীর ওই ক্যানেলটি পার হওয়ার সময় মাঝ পথে আকস্মিক ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু ছেলে আরাফাত পানিতে ডুবে মারা যায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।