প্রচ্ছদ ›› জাতীয়

যাত্রাবাড়ীতে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৮:৫৪ | আপডেট: ২ years আগে
যাত্রাবাড়ীতে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে
যাত্রাবাড়ীতে আরবেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আগুন | সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রোববার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার প্রথমে সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার ঘটনাস্থল থেকে জানান, উত্তর যাত্রাবাড়ীর ৯০/২ আরবেন রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক মো. এরশাদ আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রেস্তোরাঁর ভেতরে থাকা কর্মীরা ভবনটির ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতে কাজ করছে বলেও জানান যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক।