প্রচ্ছদ ›› জাতীয়

রংপুর সি‌টিতে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২২ ১৯:৫৫:৫৭ | আপডেট: ২ years আগে
রংপুর সি‌টিতে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে
সংগৃহীত

রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) নির্বাচন চল‌তি বছ‌রের ডিসেম্বরের শেষ সপ্তা‌হে অথবা আগামী বছ‌রের জানুয়ারির শুরু‌তে অনুষ্ঠিত হ‌বে।

রোববার রাজধানীর আগারগাঁও‌য়ে নির্বাচন ভব‌নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন ক‌মিশনার মো. আলমগীর।

ইসি সচিব জানান, আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দি‌কে রংপুরের নির্বাচন অনুষ্ঠা‌নের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। নির্বাচ‌নের বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক‌মিশন বৈঠ‌কে হ‌বে।

রংপুরের নির্বাচ‌নের বিষ‌য়ে এখনো আনুষ্ঠানিক কো‌নো সিদ্ধান্ত হয়‌নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তা‌হেই তফ‌সিল ঘোষণা হ‌বে।

অন্যান্য নির্বাচ‌নের ম‌তো র‌সিকেও সি‌সি ক্যামেরা ব্যবহার করা হ‌বে কিনা জানতে চাইলে মো. আলমগীর বলেন, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হ‌বে।