প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২২ ১০:১৪:১৭ | আপডেট: ২ years আগে
রাজধানীতে চলন্ত বাসে আগুন
বাংলামোটর এলাকায় চলন্ত বাসে আগুন । সংগৃহীত ছবি

রাজধানীর বাংলামোটরে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর মোড়ে এ ঘটনা ঘটে। বাস থেকে আগুন রাস্তার পাশের মমতাজ ম্যানশনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপপরিচালক বজলুর রশিদ জানান, বাসটি সেন্টমার্টিন পরিবহনের। মাহদী ইসলাম বাবু নামে এক ব্যক্তি জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আগুনের খবর জানান। খবর পেয়ে ৯টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি জানান, বাসটিতে যেখানে আগুন লাগে তার পাশেই মমতাজ ম্যানশন। সেখানে মোটর পার্টসের একটি গোডাউনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১০টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বাসের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।