রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. পলাশ (৪৫) ও যাত্রী মো. মমিন (৪২)। মমিন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর পাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। পলাশ একই উপজেলার উমপাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
শুক্রবার ভোর ৫টার দিকের এ ঘটনায় আহতরা হলেন শাহ আলী (৩৫) ও সুমন (৪০)। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এরশাদ আলী।
তিনি জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে সিএনজি অটোরিকশায় তিন ব্যবসায়ী মাছ কিনতে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। কিন্তু চালক অসাবধানতাবশত দনিয়া কলেজের সামনে দাঁড় করিয়ে রাখা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত হয় আরও ২ জন।
এএসআই বলেন, ‘নিহতদের অটোরিকশা কেটে বের করা হয়। পরে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আহত শাহ আলীর স্ত্রী মুক্তি বেগম জানান, তার স্বামী ও অন্য দুই ব্যবসায়ী যাত্রাবাড়ীর আরব থেকে মাছ কিনে এলাকায় নিয়ে বিক্রি করতেন। হতাহতদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ও শ্রীনগরে। নিহত মমিন সম্পর্কে আহত শাহ আলীর খালু হয়।