প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৩ ০৯:৪৪:৪৩ | আপডেট: ২ years আগে
রাজধানীতে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. শাহাবুদ্দীন (৬৫) এর দেশের বাড়ি নোয়াখালী। রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার নিজের বাসা রয়েছে। পেশায় তিনি একজন খেজুর ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন যে রাত সাড়ে ৯টার দিকে শাহাবুদ্দিন মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন ধরে হাঁটছিলেন। রেললাইন পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে এই খেজুর ব্যবসায়ীকে মৃত ঘোষণা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’