প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৮:৪৫ | আপডেট: ২ years আগে
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরের এ দুর্ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রহিম (১৮) ও মো. রায়হান (১৯)। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন।

তিনি জানান, মিরপুরের-২ নম্বর বড়বাগ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের বাহিরের দিকে মাচা বেঁধে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় মাচা ভেঙে দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে আরেক জনকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।