প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২২ ১৬:২৬:০৪ | আপডেট: ২ years আগে
রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে হালিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার গুলিস্তানে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম দক্ষিণ কেরানীগঞ্জের আইন্ছা গ্রামের লাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, আজ সকাল ৯টায় হালিমা বেগম বাসা থেকে বার্ডেম হাসপাতাল যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। গুলিস্তান নামতেই দুই বাসের মাঝে চাপা পরেন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।