প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৩ ১৬:৩৯:৩০ | আপডেট: ২ years আগে
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (২) ও আরিয়ান (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার ডেমরার বামৈয় এলাকায় এ ঘটনা ঘটে।

আরিয়ান স্থানীয় একটি মাদ্রাসায় ক্লাস ওয়ানে পড়াশোনা করতো।

জানা গেছে, গুরুতর অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে স্থানীয়রা তাদের প্রথমে একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী ইয়াসির আরাফাত বলেন, ‘বামৈইল এলাকায় ছাতা তৈরির কারখানার পাশে দুটি আম গাছ আছে। গাছের মালিক গাছ দুটিতে বৈদুতিক তার লাগিয়ে রেখে ছিল। আজ দুপুরে বাসায় খেতে এসে জানালা দিয়ে দেখতে পেয়েছি দুটি শিশু একজন মাটিতে পড়ে আছে, অন্যজন তারের সঙ্গে লেগে আছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

শিশু দুটির মা এনি বেগম বলেন,‘আমি ছাতার কারখানায় কাজ করি। আমার তিন ছেলে ও এক মেয়ে। ছেলে দুটি ছোট বলে তাদেরকে আমি আমার সঙ্গে নিয়ে আসি। তারা দুই ভাই কারখানার আশপাশে খেলাধুলা করে। আজ আশপাশের মানুষের চিৎকার শুনে গিয়ে দেখি আমার দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।