প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২২ ১৫:১২:৫৩ | আপডেট: ২ years আগে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর পল্টনের চানমারী ক্রসিংয়ে সড়ক দুর্ঘটনায় জামান উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ২টার দিকে ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।

জামান উদ্দিন পেশায় ভ্যানচালক ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তিনি রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় থাকতেন। তার বাবার নাম মৃত দিলার উদ্দিন।

এসআই মেহেদী হাসান বলেন, ‘অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় পরে ছিলেন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’