রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জুম্মন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন চালকসহ ৪ জন।
গতকাল বুধবার দিবাগত রাতে মাতুয়াইল ব্রিজের রেলিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল।
নিহত জুম্মন পুরানো ঢাকার আগামাছি লেনে তাদের স্থানীয় বাড়ি হলেও, তারা বর্তমানে মাতুয়াইল মাছপাড়া এলাকার বহু বছর ধরে বসবাস করতেন। তার বাবার নাম মৃত নসু মিয়া। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। জুম্মন বাসে হেলপারি করতেন। এছাড়াও মাঝে মধ্যে অটোরিকশা চালাতেন।
নিহতের ভগ্নিপতি মো. আকবর হোসেন জানান, মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় ব্রিজের উপর রেলিংয়ে চার বন্ধু বসে গল্প করছিলেন। ওই রাস্তা এখনো নির্মাণাধীন। ওই ব্রিজের রাস্তাটিতে গাড়ি চলাচল শুরু হয়নি। সেই রাস্তায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বসে থাকা লোকজনের উপর তুলে দিয়ে পড়ে যায়। এতে ওই চালকসহ পাঁচজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় আমরা জুম্মনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই রবিউল বলেন, আমরা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। তিনি বলেন, যতটুকু শুনেছি এ দুর্ঘটনায় আহত একজন ঢামেক হাসপাতালে মারা গেছেন। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তদন্তে পর বিস্তারিত জানা যাবে।