প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৩ ১৭:২২:২৪ | আপডেট: ২ years আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বাটা সিগন্যাল থেকে গাউসিয়া, কাটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং গাউসিয়া থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে গৃহস্থালি ও বাণিজ্যিক গ্রাহকদের সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, আশেপাশের এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে কম চাপ অনুভব করতে পারেন।