প্রচ্ছদ ›› জাতীয়

রাজবাড়ীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৩ ১১:২৪:৫০ | আপডেট: ২ years আগে
রাজবাড়ীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকচাপায় মিজান উদ্দিন (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের মজিবুর রহমানের ছেলে।

বুধবার রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতে একটি ট্রাক মিজানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট এলাকার ট্রাক ড্রাইভার তৈয়ব আলীকে আটক করা হয়। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’