রাজবাড়ীতে বজ্রপাতে এমদাদুল জোয়াদ্দার (২৮) ও কুমোদ সিংহ (৪২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। নিহত এমদাদুল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে এবং নিহত কুমোদ সিংহ কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের হাটমদাপুর গ্রামের বাসুদেব সিংহের ছেলে।
এদিকে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের আকমল হোসেনের স্ত্রী রুপালী বেগম (২৬)। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
এলাকাবাসী জানিয়েছেন, কুমোদ সিংহ বাড়ির নিকট ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে এমদাদুল মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, এমদাদুল জোয়াদ্দারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গৃহবধূ রুপালীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।