প্রচ্ছদ ›› জাতীয়

ডিএসসিসি'র রাজস্ব কমলো ২০.৭ কোটি, কারণ জানতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২২ ১৮:২২:১১ | আপডেট: ২ years আগে
ডিএসসিসি'র রাজস্ব কমলো ২০.৭ কোটি, কারণ জানতে চায় সরকার
সংগৃহীত

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব আয় গত অর্থবছরের তুলনায় প্রায় ২০ কোটি ৭০ লাখ টাকা কমেছে। রাজস্ব কেন কমেছে, এর কারণ জানাতে সংশ্লিষ্ট বিভাগকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সই করা এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে প্রথম প্রান্তিকে ডিএসসিসির রাজস্ব আয় ২৯২ কোটি ৭৯ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে প্রথম প্রান্তিকের রাজস্ব আয় ২৭২ কোটি ৯ লাখ টাকা। করপোরেশনের চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকের রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় কমেছে, যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ছিল।

এ অবস্থায় ডিএসসিসির চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে রাজস্ব আয় গত অর্থবছরের তুলনায় কম হওয়ার কারণ জানাতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।