ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১১ লঞ্চ ৫০০ যাত্রী নিয়ে নদীর চরে আটকে গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে যান্ত্রিক ক্রটির কারণে লঞ্চটি চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন চরে আটকে যায়।
পরে অন্য আরেকটি লঞ্চে যাত্রীদের বরিশাল পাঠানো হয়।
লঞ্চের মাস্টার আলম সর্দার জানান, আনুমানিক ৫০০ যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় সুন্দরবন-১১ লঞ্চ। পথিমধ্যে হাইড্রোলিকে ত্রুটি দেখা দিলে লঞ্চটি তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়। পরে লঞ্চটি চরে আটকে গেলে সেটি আর নামানো সম্ভব হয়নি। যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেওয়া হয়।
সুন্দরবন নেভিগেশনের কোম্পানি লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম পিন্টু জানান, লঞ্চে থাকা যাত্রীদের অন্য একটি লঞ্চে তুলে দেওয়া হয়েছে। তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।