ময়মনসিংহ নগরীতে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে আড্ডারত অবস্থায় পাওয়া গেলে আটক করা হবে।
ময়মনসিংহ নগরীর আইনশৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ ও মাদক দমনে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ কথা বলেন।
বুধবার রাতে নগরীর ১৭ নম্বর বিটে বাঘমারা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওসি বলেন; যারা রাতে আড্ডা দেয় তাদের মধ্যে থেকে অনেকে নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষার নগরী ময়মনসিংহ। এই নগরবাসির শান্তি, শৃংখলা, শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে আসা যাওয়া নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনী তথা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চুরি-ছিনতাই রোধসহ মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।
ওসি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্যদাতাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে। কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধীদের কোনো জায়গা নেই। অপরাধী কিংবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কারও বিরুদ্ধে থানায় অভিযোগ, জিডি বা মামলা করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। দায়িত্বরত কোনো অফিসার অর্থ দাবি করলে থানার ওসিকে অবহিত করবেন। তাৎক্ষণিক অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’