প্রচ্ছদ ›› জাতীয়

রামপুরায় পাথরবোঝাই ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৩ ১৫:০০:১২ | আপডেট: ১ year আগে
রামপুরায় পাথরবোঝাই ট্রাকচাপায় যুবক নিহত

রাজধানীর রামপুরা টিভি সেন্টার সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাথরবোঝাই ট্রাকেরচাপায় মো. ছগীর মোল্লা সাগর (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পেশায় রং মিস্ত্রি ছিলেন। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন এর শংকরদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী নুর আলম মোল্লার ছেলে। সাগরের বাবা যাত্রাবাড়ী মীর হাজীরবাগ মাস্টার বাড়ি এলাকায় থাকেন। নিহত সাগর দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিল দ্বিতীয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

তিনি বলেন, টিভি সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের নিচে সড়কে দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি অটোরিকশা ও ভ্যানকে চাপা দেয়। এতে সাগর ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় সেখানে রিকশাচালক সহ আরও চারজন আহত হয়। তাদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরেক জন অন্যত্র চিকিৎসা নেন।

নিহত সাগরের চাচা শওকত মোল্লা বলেন, সাগর গতকাল রাতে বনশ্রী এলাকায় রংয়ের কাজ শেষে মালিবাগ আবুল হোটেলের পিছনে তার মেসে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আরও বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে ও চালক আটক রয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে সাগরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিয়ে যান।