প্রচ্ছদ ›› জাতীয়

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৩ ১০:০১:০৫ | আপডেট: ২ years আগে
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। পুরনো ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ গোলাম রাব্বানী (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে পাঁচজনই মারা গেলেন।

শুক্রবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রাব্বানীর মৃত্যু হয়। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকায়। তিনি ওই এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রাতে গোলাম রাব্বানী নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) নামে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।

বিস্ফোরণের এ ঘটনায় বর্তমানে দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে এ ঘটনায় মিলের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানাটি পরিদর্শনে আসেন। সেখানে আমি সহ বিদ্যুত বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। আমাকে আহ্বায়ক এবং বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে সদস্য করার কথা তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি লিখিত কোন নির্দেশনা পাইনি। লিখিত নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করব।

রূপগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না দিলে দোষীদের অভিযুক্ত করে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।